রূপসীতে অবস্থিত ওই গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুন নিয়ন্ত্রণে ডেমরা, কাঁচপুর, আদমজী ও কাঞ্চন ফায়ার স্টেশনের ১১টি ইউনিট চেষ্টা করছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী গ্রুপের টায়ার তৈরির কারখানায় লাগা আগুন ১৩ ঘন্টা অতিক্রম হওয়ার পরও নিয়ন্ত্রণে আসেনি। এখনো আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
রবিবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। এতে কারখানার ভেতরে থাকা মালপত্র ও মেশিনারিজ পুড়ে গেছে। তবে এখনো পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, রূপসীতে অবস্থিত ওই গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুন নিয়ন্ত্রণে ডেমরা, কাঁচপুর, আদমজী ও কাঞ্চন ফায়ার স্টেশনের ১১টি ইউনিট চেষ্টা করছে। এ ছাড়া সর্বাধিক উচ্চতার টিটিএল দিয়ে আগুন নেভানোর চেষ্টা অব্যহত রয়েছে। এই কারখানার আগুন সহিংসতা বলে উল্লেখ করেন তিনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত প্রায় সাড়ে ১০টার দিকে একদল বিক্ষোভকারী কারখানার ভেতরে প্রবেশ করে আগুন জ্বালিয়ে দেয়। এ সময় সেখানে কর্মরতদের চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে তাদের উদ্ধার করেন৷ পরে স্থানীয়রা ফায়ার সার্ভিকে জানালে তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে৷
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহামেদ জানান, কারখানায় টায়ার কেমিক্যাল ও প্লাস্টিকের পণ্য থাকায় আগুন নিয়ন্ত্রণে সময় লাগছে। তবে আগুন যাতে ছড়াতে না পারে সেজন্য চারদিক থেকে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে৷