মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের ডানা বাশকে স্থানীয় সময় বৃহস্পতিবার দেওয়া বিশেষ এক সাক্ষাৎকারে এ কথা বলেন কমলা। সাক্ষাৎকারে তাঁর রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম ওয়ালজও ছিলেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস বলেছেন, আমেরিকার জন্য এখন দিনবদলের সময়।
যৌথ এই সাক্ষাৎকারে সরকার, রাজনীতি, অর্থনীতি, সীমান্তনীতি, পররাষ্ট্রনীতি, জ্বালানিনীতি, অভিবাসনসহ বিভিন্ন প্রসঙ্গ উঠে আসে।
কমলা আগেই ঘোষণা দিয়েছেন, তিনি নির্বাচিত হলে সব মার্কিন নাগরিকের প্রেসিডেন্ট হিসেবে কাজ করবেন। এই অঙ্গীকারের আলোকে সাক্ষাৎকারে কমলা বলেন, তিনি নির্বাচিত হলে তাঁর মন্ত্রিসভায় একজন রিপাবলিকানকে রাখবেন। তবে এই মুহূর্তে কোনো নির্দিষ্ট রিপাবলিকানের নাম তাঁর মাথায় নেই।
অভিবাসনসহ কিছু বিষয়ে নিজের অবস্থান পরিবর্তনের ব্যাখ্যা দেন কমলা। তবে তিনি উল্লেখ করেন, তাঁর মূল্যবোধে কোনো পরিবর্তন আসেনি।
মধ্যপ্রাচ্য বিষয়ে করা প্রশ্নে কমলা বলেন, তিনি দ্ব্যর্থহীনভাবে ইসরায়েলের প্রতিরক্ষা ও আত্মরক্ষার সক্ষমতার প্রতি তাঁর প্রতিশ্রুতিতে অটল। তাঁর এই অবস্থানে পরিবর্তন আসবে না।
৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার প্রসঙ্গ টানেন কমলা। বলেন, হামলায় ১ হাজার ২০০ মানুষ নিহত হয়েছেন। নারীরা ধর্ষণের শিকার হয়েছেন। তিনি আগেও বলেছেন, এখনো বলছেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার ছিল, আছে।
অন্যদিকে অনেক নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একটা চুক্তি করতে হবে। এই যুদ্ধ অবশ্যই শেষ হতে হবে। জিম্মিদের মুক্তির জন্য অবশ্যই একটি চুক্তি করতে হবে।
ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির ক্ষেত্রে মার্কিন নীতিতে কোনো পরিবর্তন আসবে কি না, সে ব্যাপারে কিছু বলেননি কমলা।
নির্বাচিত হলে প্রেসিডেন্ট হিসেবে প্রথম দিনের কাজ কী হবে, সে বিষয়ে জানতে চাওয়া হয়েছিলে কমলার কাছে। জবাবে কমলা নির্বাহী আদেশ জারি করার মতো কোনো নির্দিষ্ট কর্মতালিকা দেননি।
বরং কমলা উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে শক্তিশালী করার ওপর গুরুত্ব দেবেন তিনি। প্রেসিডেন্ট হিসেবে তাঁর প্রথম ও সর্বোচ্চ অগ্রাধিকারগুলোর একটি হবে যুক্তরাষ্ট্রের মধ্যবিত্ত শ্রেণিকে সমর্থন দেওয়া, শক্তিশালী করা।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ইঙ্গিত করে কমলা বলেন, যুক্তরাষ্ট্র এমন একজন প্রেসিডেন্ট পেয়েছিল, যাঁর এজেন্ডা ছিল দেশের বৈশিষ্ট্য ও শক্তিকে খর্ব করা। জাতিকে বিভক্ত করা। তিনি মনে করেন, যুক্তরাষ্ট্রের মানুষ এখন দিন বদল করতে প্রস্তুত।
কমলা বলেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছেন। কারণ, তিনি বিশ্বাস করেন, তিনি জাতি-লিঙ্গনির্বিশেষে সব আমেরিকানের জন্য এই মুহূর্তে এই কাজটি করার জন্য সেরা ব্যক্তি।