নাটোরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়। তখন নবাগত এস পি বলেন, আমাকে জিজ্ঞেস না করে পুলিশের বিরুদ্ধে কোন রিপোর্ট করবেন না।
আমার সঙ্গে কথা না বলে নাটোরের কোন পুলিশের বিরুদ্ধে কোন নিউজ করবেন না- নাটোরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার মারুফাত হুসাইন। নানা কারণে পুলিশের যে ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে তা পুনরুদ্ধারে আপনাদের সহযোগিতাও লাগবে। আজ ২ সেপ্টেম্বর সোমবার বিকেল চারটার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মাহমুদা শারমিন নেলি, অতিরিক্ত পুলিশ সুপার একরামুল প্রমুখ। নাটোর জেলার কর্মরত গণমাধ্যম কর্মীরা এসময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। গণমাধ্যম কর্মীরা দ্রুত পুলিশকে দায়িত্ব নিয়ে স্বাভাবিক কর্মকান্ড পরিচালনা করার অনুরোধ জানান।