বিসিবির সাবেক প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন পদত্যাগ করার পর বিসিবির পরিচালকদের পদত্যাগের হিড়িক পড়ে। এবার সে তালিকায় নাম লেখালেন সুজনও।
দীর্ঘদিন থেকে বিসিবির পরিচালকের পদে ছিলেন সুজন। ছিলেন গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধানও। এছাড়াও কাজ করেছেন নানা গুরুত্বপূর্ণ ভূমিকায়।
সুজনের আগে বিসিবির পরিচালকের পদ ছেড়েছেন শফিউল আলম চৌধুরী নাদেল এবং নাইমুর রহমান দূর্জয়। পদ ছেড়েছেন এনসিএর প্রতিনিধি হিসেবে বিসিবিতে থাকা দুই পরিচালক জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম ববিও।
বিসিবিতে পরিচালকের পদে থাকাকালীন সময়ে সুজন বিভিন্ন সময়ে জাতীয় দলের সঙ্গেও কাজ করেছেন। টিম ডিরেক্টর, টিম ম্যানেজার কিংবা অন্তর্বর্তীকালীন কোচের ভূমিকায় দেখা গেছে সুজনকে। এছাড়া ক্লাব ক্রিকেটেও নিয়মিত কোচের দায়িত্ব পালন করেছেন। সবশেষ বিপিএলে তিনি দুর্দান্ত ঢাকার কোচ ছিলেন। ডিপিএলে আবাহনীর কোচের দায়িত্বও সামলিয়েছেন।
তবে বিসিবির প্রেসিডেন্টের পদ ছাড়লেও পরিচালকের পদে এখনও বহাল নাজমুল হাসান পাপন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান পাপন। এরপর বিসিবির সভায় অনলাইনে সংযুক্ত হয়ে পদত্যাগ করেন পাপন। বিসিবির নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ।