চলতি সপ্তাহে জগন্নাথ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ আরও অন্তত ছয়-সাতটি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ হবে।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের ভিসিরা পদত্যাগ করেছেন। ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ (জাবি) বড় বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি নিয়োগ হয়েছে। তবে এখনও ২৮টি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ হয়নি।
জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের এক মাস পার হলেও উপাচার্য নিয়োগ না হওয়ায় অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে স্থবিরতা বিরাজ করছে। ভিসি না থাকায় বিঘ্নিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক প্রশাসনিক ও একাডেমিক কর্মকাণ্ড।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ঢাবি, জাবি, রাবিসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভিসি, প্রো-ভিসি, রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হয়।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহে জগন্নাথ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ আরও অন্তত ছয়-সাতটি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ হবে।
সর্বশেষ গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু চট্টগ্রাম ও জগন্নাথের মত বড় বিশ্ববিদ্যালয়ে এখনও ভিসি নিয়োগ না দেওয়ার একাডেমিক ও প্রশাসনিক কাজে স্থবিরতা বিরাজ করছে।
শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় শাখার একজন অতিরিক্ত সচিব বলেন, চলতি সপ্তাহে জগন্নাথ, চট্টগ্রামসহ আরও অন্তত ছয়-সাতটি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ হবে। এবার দলীয় এর চেয়ে একাডেমেশিয়ানদের বেশি অগ্রাধিকার দেওয়ার কারণ একটু দেরি হচ্ছে।