অনলাইনে কল করার জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এখন চাইলেই অপরিচিত নম্বর থেকে আসা কল এড়াতে (সাইলেন্স) পারবেন।
সম্প্রতি যুক্ত হওয়া এই সুবিধাকে কাজে লাগিয়ে অজানা বা অপরিচিত নম্বর থেকে আসা স্প্যাম কল এখন নীরব (সাইলেন্ট) করা যাবে, ফলে অপরিচিত নম্বর থেকে কল এলেও রিংটোন বাজবে না আর ফোনের।
আপনার ফোনের নম্বরের তালিকায় (কন্টাক লিস্ট) সেভ করা নেই এমন নম্বর থেকে কল এলে এখন সেটিকে এড়ানো যাবে।
কীভাবে হোয়াটসঅ্যাপে সুবিধাটি চালু করবেন
* অ্যান্ড্রয়েড বা আইফোনের হোয়াটসঅ্যাপ প্রথমেই হালাগাদ করে নিয়ে অ্যাপ চালু করুন। অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপের ওপরের ডান দিকের কোনায় থাকা আনুভূমিক তিন ডট আইকনে ট্যাপ করে সেটিংস অপশনে ট্যাপ করুন।
* আইফোনের জন্য হোয়াটস অ্যাপ চালু করে নিচের কোনার দিকে থাকা গিয়ার আইকনের সেটিংস মেনুতে ক্লিক করুন।
* সেটিংসে তালিকা থেকে প্রাইভেসি মেনুতে ট্যাপ করুন। প্রাইভেসি পাতা খুললে এখানে থাকা কলস অপশনে ট্যাপ করে, পরের পাতার সাইলেন্স আননোন কলারসের পাশের টগল বোতামে ট্যাপ করে বন্ধ থাকা বোতাম চেপে এই সেটিংস চালু করে দিন। তাহলে কন্টাক্টসে সেভ না থাকা নম্বর থেকে কল এলে সেটি নীরব বা সাইলেন্ট হয়ে যাবে। ফলে বিরক্তিকর কল এড়ানো যাবে।