বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে বলা হয়েছে, চা-বাগান, পাহাড় বা টিলার ক্ষতি হতে পারে এমন স্থানে মাটি কাটা নিষিদ্ধ
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ বড়ডহর হাফিজি বাজার এলাকায় টিলা কাটার দায়ে ইউনুস মিয়ার ছেলে আফজাল হোসেন নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে এ জরিমানা করা হয়।
জুড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা আক্তার এই অভিযান চালান। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ বড়ডহর হাফিজি বাজার এলাকার বাসিন্দা ইউনুস মিয়া ছেলে আফজাল হোসেন তিন-চার দিন ধরে নিজের মালিকানাধীন একটি টিলার মাটি শ্রমিকদের দিয়ে কাটাচ্ছিলেন। বসতঘর নির্মাণের জন্য স্থানটি সমান করতে টিলাটি কাটা হচ্ছিল।
খবর পেয়ে দুপুরের দিকে সেখানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় জুড়ী থানার পুলিশের একটি দল সেখানে উপস্থিত ছিল। অভিযানে টিলার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে জুড়ীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা আক্তার বলেন, ২০১০ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে বলা হয়েছে, চা-বাগান, পাহাড় বা টিলার ক্ষতি হতে পারে এমন স্থানে মাটি কাটা নিষিদ্ধ। এ আইন লঙ্ঘনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ভবিষ্যতে আর টিলা কাটবে না বলে মালিকপক্ষ লিখিত মুচলেকাও দিয়েছে।