এ বি সিলেট নাট্য গ্রুপ শুধু নাটকের মাধ্যমে নয় সমাজের জন্য সুস্থ সংস্কৃতির মাধ্যমে মানুষের জন্য কাজ করে যাচ্ছে পাশাপাশি দেশের দুর্যোগপূর্ণ অবস্থায় অংশগ্রহণ রয়েছে সব সময় মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে।
সিলেটের সুনামধন্য নাট্য গ্রুপ এবি সিলেট নাট্য গ্রুপের বাৎসরিক অনুষ্ঠান অ্যাওয়ার্ড বিতরণ এবং গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়।
গত মঙ্গলবার নিজ কার্যালয়ে অনুষ্ঠান পরিচালনা করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের সুনামধন্য নাট্য শিল্পী দেলোয়ার হোসেন শিপলু (আক্কেল আলী) অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক মোঃ আবুল বশর।
প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আলহাজ্ব সমুজ আলী। বিশেষ মেহমান হিসেবে যুক্ত ছিলেন। বিটিভি ও বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার আছাব আলী ।
সম্বর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র কুমার দেব আসিষ বাবু। গীতিকার হাজি আনোয়ারুল ইসলাম চিসতী। আজমল হোসেন। কাওসার আহমদ। জাফর হোসেন। জুবায়ের আহমদ জুবেল। মোঃ আব্দুল কুদ্দুস।
এবি সিলেট নাট্য গ্রুপ প্রতি বছরের ন্যায় এবারও জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আমাদের সমুজ আলী নাটকের কলা কৌশলীদের অ্যাওয়ার্ড দেওয়া হয়। সেরা অভিনেতা আক্কেল আলী কে দিয়ে এওয়ার্ড বিতরণ শুরু হয়।
ইয়াসিন আহমদ কবির,কোলাপুরি নাজমিন আক্তার, অশোক কাঞ্চন নাগ, সমীর, বেলাল আহমদ, সুইটি, ইসমাইল, আলামিন, প্রদীপ মালাকার, নিরুদের, লোকন তালুকদার, নিরব, ফজর ইসলাম এবং সাংবাদিক আবুল বশর সহ আর অনেকের মাঝে এওয়ার্ড বিতরণ করা হয়।
প্রধান অতিথি আলহাজ্ব সমুজ আলী শুভেচ্ছা বার্তায় বলেন এ বি সিলেট নাট্য গ্রুপ শুধু নাটকের মাধ্যমে নয় সমাজের জন্য সুস্থ সংস্কৃতির মাধ্যমে মানুষের জন্য কাজ করে যাচ্ছে পাশাপাশি দেশের দুর্যোগপূর্ণ অবস্থায় অংশগ্রহণ রয়েছে সব সময় মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। এবি সিলেট নাট্য গ্রুপ এই সংগঠন টি সিলেটের ঐতিহ্য বহন করছে। আমি সবার মঙ্গল কামনা করছি।
এবি সিলেট নাট্য গ্রুপের প্রতিষ্ঠাতা সাংবাদিক আবুল বশর বলেন। ৩৬০ আউলিয়ার স্মৃতি বিজড়িত পূণ্য ভুমি সিলেট কে সুস্থ সংস্কৃতির মাধ্যমে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এবং দেশের জন্য কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে যারা যুক্ত রয়েছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।