এই মামলার কারনে দেশে প্রবেশ করতে পারছেন না তারেক রহমান ও শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির ভাইস চেয়ারম্যান সাবেক ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে কুমিল্লা মুরাদনগর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীরা অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করে।
শনিবার বেলা ১১ টায় প্রথমে উপজেলা পরিষদ মার্কেটের সামনে অবস্থান কর্মসূচি পরে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করা হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনে সনাতন ধর্মাবলম্বীরা জানান, ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দলটির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়। এই মামলার কারনে দেশে প্রবেশ করতে পারছেন না তারেক রহমান ও শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
মানববন্ধনে সহস্রাধিক সনাতন ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, কায়কোবাদ দেশের বাইরে থাকলেও গত ১৫ বছরে দূর্গাপূজাসহ অন্যান্য পূজায় সহযোগীতা করেছেন। তিনি সকল ধর্মের মানুষের কাছে সমান জনপ্রিয়।
তার বিরুদ্ধে যে মামলা রয়েছে তা প্রত্যাহার করে নিতে হবে । না হয় ভবিষ্যতে আরো বৃহৎ আন্দোলনের ডাক দিবে সনাতন ধর্মাবলম্বীরা।
অবস্থান কর্মসূচি ও মানববন্ধনে সভাপতিত্ব করেন দুলাল দেব পাল বক্তব্য রাখেন অরুপ নারায়ণ পোদ্দার পিংকু, অঞ্জন রায়, দ্বীন দয়াল পাল, নিত্বানন্দন রায়, রতন দাস, শংকর রায়, গৌরাঙ্গ দেবনাথ প্রমূখ।