নিয়ম না মানলে দেশে কোনো দলকে রাজনীতি করতে দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।
দায়িত্ব নেয়ার পর রোববার (১১ আগস্ট) সচিবালয়ে প্রথম অফিস করতে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।
সাখাওয়াত বলেন, ‘আমি দুটি-চারটি কথা বলে যাই, এদেশে রাজনীতি করতে হলে পলিটিক্যাল অ্যাক্ট অনুযায়ী করতে হবে। আমি যতদিন পর্যন্ত আছি, আমি এটা করে ছাড়ব। এটা আপনাদের পছন্দ হলেও, না হলেও।’
‘আপনারা জানেন, আমি ইলেকশন কমিশনে ছিলাম, সেখানে অনেক কিছু করে ছেড়েছি। আপনারা যদি পলিটিক্যাল অ্যাক্টের মধ্যে থাকেন, তাহলে কার্যক্রম চালাতে পারবেন। আর না থাকলে পারবেন না। আপনারা ডিক্টেটোরিয়াল জায়গায় চলে যাবেন সেটা হবে না,’ যোগ করেন তিনি।
এছাড়া ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালেও একই ধরনের বার্তা দেন।
তিনি বলেন, ‘আশা করি, নতুন নেতৃত্ব আসবে। নিয়ম না মানলে কোনো দলকেই রাজনীতি করতে দেয়া হবে না।’
এদিকে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা চাঁদাবাজ ও দখলদারির বিষয়ে সতর্ক করেন।
তিনি বলেন, ‘একটি রাজনৈতিক দলের অবস্থা আজকে দেখেন। এত বড় একটি দল, এত ঐতিহ্যবাহী একটি দল, যার নামের সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা জড়িত, আজকে তাদের সদস্যদের পালিয়ে বেড়াতে হচ্ছে । যদি আপনি মনে করেন আমি আসলাম আমি দখল করব, বাজার দখল করব, ঘাট দখল করব, চাঁদাবাজি করব… সেনাপ্রধানকে অনুরোধ করেছি, আপনাদের পা ভেঙে দিতে।’
চাঁদাবাজির না করার আহ্ববান জানিয়ে সাখাওয়াত বলেন, ‘আমি যা বলব, তাই করব।’