আজও সূচকের ঊর্ধ্বগতি, দাম বাড়ছে ব্যাংকের শেয়ারের আজ রোববার দিনের প্রথম এক ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের তিনটি সূচকেরই উত্থান হয়েছে
দিনের প্রথম ৫০ মিনিটের লেনদেনে ডিএসইর প্রধান সূচক ২০০ পয়েন্টের বেশি বেড়ে যায়, যদিও পরে তা কিছুটা কমেছে। লেনদেনেও ভালো গতি আছে।
৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর ৬ আগস্ট বা মঙ্গলবার থেকে শেয়ারবাজারে লেনদেন শুরু হয়। সেদিন থেকেই সূচকের বড় ধরনের উত্থান শুরু হয়। এ নিয়ে টানা চার কর্মদিবস সেই ধারা অব্যাহত আছে।
এই কয়েক দিনের মূল বৈশিষ্ট্য হলো, প্রতিদিনই ভালো মৌল ভিত্তিসম্পন্ন কোম্পানিগুলোর উত্থান হচ্ছে। আজও সেই ধারা অব্যাহত আছে। বিশেষ করে আজ ব্যাংক খাতের কোম্পানিগুলো ভালো করছে। সূচকের উত্থানের পেছনে এসব কোম্পানিই বড় অবদান রাখছে।
সিটি ও ব্র্যাক ব্যাংকের মতো বড় ব্যাংকসহ সব ব্যাংকেরই শেয়ারের দাম বেড়েছে। ডিএসইতে ব্যাংক কোম্পানিগুলোর মূলধন সবচেয়ে বেশি। ফলে এসব শেয়ারের দাম বাড়লে সূচকের বড় ধরনের উত্থান হয়।
প্রথম এক ঘণ্টায় লেনদেনের শীর্ষে থাকা বেশির ভাগ কোম্পানিগুলোই ব্যাংক খাতের।
এক ব্রোকারেজ হাউসের শীর্ষ একজন কর্মকর্তা বলেছেন, গত কয়েক দিনে ভালো কোম্পানির শেয়ারের দাম বাড়ছে বলে অনেক বিনিয়োগকারী বিনিয়োগে উৎসাহী হচ্ছেন। বিশেষ করে যাঁরা এত দিন নিষ্ক্রিয় ছিলেন, তাঁরা এখন সক্রিয় হচ্ছেন। এ ছাড়া ভালো কোম্পানির দাম বেড়ে যাওয়ায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও বিনিয়োগ করছেন। বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহও বাড়ছে বলে তিনি জানিয়েছেন।
আজ দিনের প্রথম ১ ঘণ্টা ১০ মিনিটে শেয়ারবাজারের তিনটি সূচকই ছিল ঊর্ধ্বমুখী। এই সময় প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৮৩ দশমিক ৯৮ পয়েন্ট বা ৩ দশমিক ১০ শতাংশ; ডিএসইএস সূচক বেড়েছে ৩০ দশমিক ৮৪ পয়েন্ট বা ২ দশমিক ৪১ শতাংশ আর ডিএস ৩০ সূচক বেড়েছে ৯০ দশমিক ৮৯ পয়েন্ট বা ৪ দশমিক ২৬ শতাংশ।
এই সময়ে লেনদেনের শীর্ষে ছিল সিটি ব্যাংক; এই কোম্পানির লেনদেন হয়েছে ২৯ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার। দ্বিতীয় স্থানে আছে বিএটিবিসি; এই কোম্পানির লেনদেন হয়েছে ২৮ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার। তৃতীয় স্থানে আছে ব্র্যাক ব্যাংক; এই কোম্পানির লেনদেন হয়েছে ২৩ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার।
এ ছাড়া গত কয়েক দিনের ধারাবাহিকতার গ্রামীণফোনের শেয়ারের দামও আজ বেড়েছে।
দিনের প্রথম ১ ঘণ্টা ১০ মিনিটে প্রায় ৯২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই সময় দাম বেড়েছে ৩১৯টি কোম্পানির; দাম কমেছে ৫৭টি কোম্পানির আর অপরিবর্তিত আছে ২২টি কোম্পানির।