ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতন হয়। এরপর পাকিস্তান সিরিজে সাকিবের খেলা নিয়ে অনিশ্চয়তা জেগেছিল
টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ। তার আগেরদিন দল জানাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৬ সদস্যের দলে আছেন সাকিব আল হাসান। ফিরেছেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ।
এবছর জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতন হয়। এরপর পাকিস্তান সিরিজে সাকিবের খেলা নিয়ে অনিশ্চয়তা জেগেছিল। সেটি কাটিয়ে সাকিবকে নিয়েই দল দিয়েছে বিসিবি।
চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে খেলতে পারেননি মুশফিকুর রহিম। পাকিস্তান সিরিজ দিয়ে টেস্ট দলে ফিরেছেন তিনি। শ্রীলঙ্কা সিরিজে পেসার তাসকিন আহমেদ বিশ্রামে ছিলেন। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে আছেন তিনি। বাদ পড়েছেন ব্যাটার শাহাদাত হোসেন দীপু।
আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট এবং ৩০ আগস্ট করাচিতে দ্বিতীয় টেস্টে পাকিস্তানের মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্ত’র দল। সাকিব-মুশফিক ও মুমিনুল হকের মতো অভিজ্ঞদের নিয়ে সাজানো দলের ভালো করার প্রত্যাশা প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের। বলেছেন, ‘এই সংস্করণের সেরা ক্রিকেটারদের নিয়ে দল সাজাতে চেয়েছি। এই দলটা যথেষ্ট ভারসাম্যপূর্ণ। মুশফিক, মুমিনুল ও সাকিবের মধ্যে ২১৬টি টেস্ট ম্যাচের অভিজ্ঞতা আছে। তাইজুল ও মিরাজ আমাদের স্পিন বিভাগকে নেতৃত্ব দিচ্ছে। দুজনের মধ্যে ৩৫০-এর বেশি টেস্ট উইকেট আছে।’
‘শান্ত, লিটন ও অন্য ব্যাটাররা ভালো করবে, পাকিস্তানের বিপক্ষে দল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে, এ আশা করছি। আমরা একটা দলগত পারফরম্যান্স প্রত্যাশা করছি।’
গতবছর জুনে আফগানিস্তান সিরিজের পর টেস্টের বাইরে থাকা তাসকিন আহমেদ ফিরেছেন পাকিস্তান সফরে। দ্বিতীয় টেস্টটাই কেবল খেলবেন কেবল। গাজী আশরাফ বলেছেন, ‘তাসকিন শুধুমাত্র দ্বিতীয় টেস্ট খেলবেন বলে আমরা পাঁচজন পেসার বেছে নিয়েছি। গতবছর জুনের পর সে কোনো টেস্ট খেলেনি। দীর্ঘ সংস্করণের ম্যাচে ছন্দে আনতে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছি।’
পাকিস্তান সফরকে চ্যালেঞ্জিং বলছেন প্রধান নির্বাচক, তবে দল নিয়ে আশাবাদী। বলেছেন, ‘পাকিস্তান খুব শক্ত প্রতিপক্ষ, বিশেষ করে তাদের ঘরের মাঠে এবং এটি আমাদের জন্য একটি চ্যালেঞ্জিং সফর হবে। এটা ঠিক, আমরা লাহোরে প্রস্তুতির জন্য অতিরিক্ত সময় পাব। এছাড়া, বাংলাদেশ এ দলের সাথে ইতিমধ্যে পাকিস্তানে থাকা কিছু খেলোয়াড় টেস্ট সিরিজের জন্য জাতীয় দলে যোগ দেবেন। তাদের অভিজ্ঞতা কাজে আসবে।’
বাংলাদেশ টেস্ট দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।