ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে ইংল্যান্ড। আগামী মাস থেকেই শুরু হচ্ছে দুই দলের এই সিরিজ। ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে আসন্ন লড়াইকে সামনে রেখে ওয়ানডে ও টি-টোয়েন্টির স্কোয়াড ঘোষণা করেছে ইংলিশরা। উভয় ফরম্যাটের দলের জায়গা পেয়েছেন এক ঝাঁক নতুন মুখ।
সংক্ষিপ্ত সংস্করণের সিরিজের জন্য দলে ডাক পেয়েছেন পাঁচ অনভিষিক্ত ক্রিকেটার। তারা হলেন জর্ডান কক্স, ড্যান মৌসলি, জশ হাল, জন টার্নার ও জ্যাকব বেথেল। আগামী ১১ সেপ্টেম্বর থেকে শুরু হবে অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ।
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের দলে ছিলেন মঈন আলী, ক্রিস জর্ডান এবং জনি বেয়ারস্টো। তবে ঘরের মাঠে আসন্ন সিরিজের কোনো সংস্করণের দলেই জায়গা হয়নি এই তিনজনের। অজিদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড।
এদিকে অস্ট্রেলিয়া বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি উভয় ফরম্যাটের দলেই আছেন জফরা আর্চার। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের চলমান টেস্ট সিরিজ শেষ হবে ১০ সেপ্টেম্বর। এ কারণে অজুদের বিপক্ষে টি-টোয়েন্টি দলে না থাকলেও ওয়ানডের স্কোয়াডে আছেন হ্যারি ব্রুক, ম্যাথু পটস, গাস আটকিনসন ও জেমি স্মিথ।
ইঞ্জুরির কারণে দ্য হানড্রেডে খেলা হয়নি জস বাটলারের। ইঞ্জুরি কাটিয়ে আসন্ন সিরিজে অধিনায়কত্ব করবেন তিনি। এদিকে ওয়ানডে সিরিজের দলে থাকছেন না জো রুট, বেন স্টোকস এবং মার্ক উড। দুই দলের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর।
ইংল্যান্ড টি-টোয়েন্টি দল: জস বাটলার, জফরা আর্চার, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, সাম কারেন, জশ হাল, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, সাকিব মেহমুদ, ড্যান মৌসলি, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি, জন টার্নার
ইংল্যান্ড ওয়ানডে দল: জস বাটলার, জফরা আর্চার, হ্যারি ব্রুক, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, বেন ডাকেট, গাস আটকিনসন, জশ হাল, উইল জ্যাকস, ম্যাথু পটস, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি, জন টার্নার, জেমি স্মিথ।